বন্ধে সায় না থাকলেও বন্ধের ইস্যুকে যে তাঁরা সমর্থন করছেন তা আগেই জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। তাঁদের মত ছিল শহর, গ্রাম অচল করে নয়, সবকিছু সচল রেখেই প্রতিবাদের রাস্তায় হাঁটবেন তাঁরা। এদিন তা বুঝিয়ে দিতে মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল তৃণমূল। মৌলালি থেকে নেতৃত্বের পুরোভাগে ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সি, মদন মিত্র, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতারা। দুপুর আড়াইটে থেকে মিছিল শুরু হয়। ধর্মতলায় শেষ হয় প্রায় সওয়া ৩টে নাগাদ। সেখানে বক্তব্য রাখেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্যে ছিল কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ।
এদিকে তৃণমূল বকলমে বন্ধকে সমর্থনই করেছে বলে এদিন দাবি করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, বন্ধ রোখার অনেক জায়গাতেই চেষ্টা করেনি প্রশাসন। রাস্তায় অতিরিক্ত সরকারি বাস নামানোর কথা থাকলেও বাস ডিপো থেকে বেরিয়ে আশপাশে দাঁড়িয়ে থেকেছে। রাস্তায় ছোটেনি। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে আরও বেশি তেলের দাম বেড়েছিল বলে দাবি করেন দিলীপবাবু।
(ছবি – সৌজন্যে – ফেসবুক – @Bhikhari Prasad Singh)