অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হল তৃণমূল। কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল বার করে তারা। সব মিছিলেই ছিল কালো পতাকা। এই গণহত্যা বিজেপির উস্কানির ফল বলেই দাবি করেছে তৃণমূল। ফলে সব মিছিলেই অভিযোগের আঙুল ছিল বিজেপির দিকে। কলকাতায় যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ড থেকে মিছিল বার করেন তৃণমূল নেতৃত্ব। মিছিল ৮বি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শেষ হয় হাজরা মোড়ে। মিছিলের নেতৃত্বে ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, দেবাশিস কুমার, মালা রায় সহ তৃণমূলের তাবড় নেতৃত্ব। মিছিলে পা মেলান বহু তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। মিছিলকে কেন্দ্র করে ছিল প্রচুর পুলিশি বন্দোবস্ত। মিছিলে অংশ নেওয়া অনেকের মুখই ছিল কালো কাপড়ে বাঁধা। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল কালো পতাকা। বুকে ঝোলানো ছিল প্রতিবাদের ব্যানার।
কলকাতা তো বটেই, এদিন রাজ্যের বিভিন্ন জেলাতেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে মিছিল বার হয়। শিলিগুড়ি থেকে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া থেকে হুগলি। রাজ্যের প্রায় সব জেলাতেই অসম গণহত্যার প্রতিবাদে মিছিল বার করে তৃণমূল। সর্বত্রই অভিযোগের আঙুল ছিল বিজেপির দিকে।