অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে অসমে আন্দোলন অব্যাহত। সেই গণহত্যার প্রতিবাদে পরদিন থেকেই সোচ্চার তৃণমূলও। রবিবার তৃণমূলের একটি প্রতিনিধি দল যায় তিনসুকিয়ায়। নাগরিক পঞ্জী নিয়ে আন্দোলনে অসমের শিলচর বিমানবন্দরের দরজা পার করতে পারেননি তৃণমূল নেতারা। এদিন কিন্তু কোনও সমস্যা হয়নি। নিশ্চিন্তেই তিনসুকিয়া পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর ও মহুয়া মৈত্র। তাঁদের সামনেই কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের লোকজন। তৃণমূলের তরফে তাঁদের আশ্বাস দেওয়া হয় আর কেউ থাকুক বা না থাকুক, বাংলার মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছেন।
এদিন মৃতদের শোকার্ত পরিবারের সব কথা শোনেন তৃণমূল প্রতিনিধিরা। পাশাপাশি জানিয়ে আসেন মৃতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অসম জুড়ে এই গণহত্যার প্রতিবাদে আন্দোলন অব্যাহত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)