সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে এদিন ধর্নায় সামিল হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা। সকালেই প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। চলে স্লোগান। দেশের কৃষক আত্মহত্যা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। প্রশ্ন তোলা হয় কেন কৃষকরা ফসলের দ্বিগুণ দাম পাচ্ছেন না? কৃষকদের ন্যায্য মূল্যের দাবির পাশাপাশি কৃষিঋণ মকুবও জায়গা পায় এদিনের ধর্নায়।
কৃষক বাঁচাও নাম দিয়ে এই ধর্নায় এদিন কৃষকদের নানা অসুবিধার কথা তুলে ধরেন তৃণমূল সাংসদরা। সেগুলি প্রতিকারের দাবি তোলা হয়। তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা প্রায় সকলেই এই বিক্ষোভে অংশ নেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)