দলের ২ সাংসদ সৌমিত্র খান ও অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। দল বিরোধী কাজে জন্য বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান ও বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে সরানো হল বলে এদিন জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু এদিন বলেন, সৌমিত্র খান ও অনুপম হাজরা, ২ জনেই গত ১ বছর ধরে বিভিন্ন সময়ে দল বিরোধী মন্তব্য করছিলেন। ফেসবুকে মন্তব্য করছিলেন। গত ১ বছরে সৌমিত্র খান বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। দলীয় সংগঠনের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিলনা। এই অবস্থায় দীর্ঘদিন ধরে দলে তাঁকে নিয়ে আলোচনা হচ্ছিল। অবশেষে দলনেত্রীর সঙ্গে কথা বলে সৌমিত্র খানকে বহিষ্কার করল তৃণমূল বলে এদিন জানান পার্থবাবু। যদিও এদিন দুপুরেই দিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র খান।
বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে নিয়েও তৃণমূল নেতৃত্ব চাপেই ছিল। বিভিন্ন সময়ে প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। দলের অস্বস্তি বাড়ান বলে অভিযোগ আসছিল তৃণমূল নেতৃত্বের কাছে। পার্থবাবুর মতে, অনুপম হাজরা অত্যন্ত ন্যক্কারজনক কাজ করেছেন। নানা সময়ে দলের নীতির বিরুদ্ধে গেছেন। ফেসবুকে পোস্ট করেছেন। সেজন্য তাঁকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। সূত্রের খবর, অনুপম হাজরাও সৌমিত্র খানের মতই বিজেপিতে যোগ দিতে পারেন। হয়তো সেই আন্দাজ পেয়েই তাঁকে আগেভাগে বহিষ্কার করল তৃণমূল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)