নিজে নবান্নে হাজির হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানালেন উত্তর মালদার কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। সোমবার তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানিয়ে দিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মৌসম বেনজির নূর তৃণমূলে যোগ দিতে পারেন এমন কথা হাওয়ায় ভাসছিল অনেকদিন ধরেই। লোকসভা ভোটের মুখেই সেই জল্পনা সত্যি হল। মৌসমের তৃণমূলে যোগদান অবশ্যই প্রদেশ কংগ্রেসের জন্য বড় ধাক্কা।
পশ্চিমবঙ্গে এবার মুখ্যমন্ত্রীর দাবি তৃণমূল ৪২টির মধ্যে ৪২টি আসনই পাবে। সেই লক্ষ্যে এগোতে গেলে কংগ্রেসের হাতে থাকা আসনগুলিও তৃণমূলের ঝুলিতে আসা জরুরি ছিল। সেই দৌড়ে মৌসম বেনজির নূরের যোগদান অনেকটাই এগিয়ে দিল। কারণ মালদা উত্তর কেন্দ্র থেকে এবার তৃণমূলের টিকিটে হয়তো প্রার্থী হবেন মৌসম। সেক্ষেত্রে তাঁর হাত ধরে ওই আসন তৃণমূলের ঝুলিতেই আসতে পারে।
একেই প্রদেশ কংগ্রেসের অবস্থা শোচনীয়। তারমধ্যে যে হাতে গোনা কজন নেতানেত্রী রয়েছেন তাঁদের এক এক করে তৃণমূলে যোগদান কংগ্রেসকে রাজ্যে আরও দুর্বল করে দিচ্ছে।