সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে এদিনও অভিনব বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা। থালা-হাঁড়ি নিয়ে নোট বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। বুধবার কালো চাদর গায়ে জড়িয়ে, বৃহস্পতিবার আনাজের মালা গলায় পরে বিক্ষোভের পর শুক্রবার থালা-বাটি নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
তৃণমূলের অভিনব বিক্ষোভের ধরণ নজর কেড়েছে গোটা দেশের। সাংসদদের হাতে ছিল প্ল্যাকার্ড। এদিন নোট বাতিলের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা। আমজনতার স্বার্থে কেন্দ্রের কাছে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান তাঁরা। সংসদের ভেতরেও এদিন সরব ছিলেন তৃণমূল সাংসদরা।