পশ্চিমবঙ্গে এবার বিজেপির যে অসামান্য উত্থান হয়েছে তার কারিগর হিসাবে বিজেপি নেতৃত্ব সবচেয়ে সামনে রাখছে মুকুল রায়কে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়ের এই ভেল্কির জন্যই অপেক্ষা করেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। তবে মুকুল রায় বিজেপিতে নাম লেখালেও তাঁর ছেলে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় দল ছাড়েননি। শুভ্রাংশু ছিলেন তৃণমূলেরই।
গত বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের বড় ধাক্কার পর এবং তাঁর কেন্দ্র যে লোকসভা আসনের অন্তর্গত সেই ব্যারাকপুর লোকসভা থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং জেতার পর শুক্রবার শুভ্রাংশু বলেন, তিনি দল ছাড়ছেন না, কিন্তু তাঁর দল কি তাঁকে বিশ্বাস করে? একথা বলার পরই তাঁকে আর তৃণমূল দলে রাখবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে যায়।
পরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, মুকুল রায়ের ছেলে বিধায়ক শুভ্রাংশু রায়কে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল। দলের শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পার্থবাবু আরও জানান, এর আগে একবার দুবার নয়, বারবার শুভ্রাংশু রায়কে দলকে ছোট করে অন্যদের গুণগান গাইতে দেখা গেছে। দল বিরোধী বক্তব্য রাখা তিনি অব্যাহত রেখেছিলেন।
শুভ্রাংশু রায় এদিন সাসপেন্ড হওয়ার আগেও জানিয়েছিলেন তিনি তাঁর দলকে বীজপুর থেকে লিড দিতে পারেননি। তবে তার জন্য তাঁর কোনও দুঃখ নেই। তাঁর মতে, তিনি এবং তাঁর বাবা নিজের নিজের দলের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু মানুষ তাঁর বাবাকে বেছে নিয়েছেন। তাহলে কী এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভ্রাংশু? এ প্রশ্নের উত্তরে মুকুল রায় জানিয়েছেন, এটা তাঁর ছেলের এবং বিজেপি নেতৃত্বের ওপর নির্ভর করছে।