State

ফের আস্থা ভোটে জয়, ভাটপাড়া হল তৃণমূলের

গত শুক্রবার ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটের ডাক দেন ৩ কাউন্সিলর। সেই ভোটাভুটিতে ১৯-০ ব্যবধানে জয় পায় তৃণমূল। ফলে এই রাজ্যের একমাত্র দখলে থাকা পুরসভাও হাতছাড়া হয় বিজেপির। তাও আবার সেই পুরসভা যাকে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক বলা হয়। শুক্রবার অর্জুন সিং নিজেই জানান তৃণমূল বেআইনিভাবে আস্থা ভোট করে ভাটপড়া পুরসভা দখল করেছে। এর বিরুদ্ধে তাঁরা আদালতে যাচ্ছেন। সেইমত বিষয়টি নিয়ে হাইকোর্টে যায় বিজেপি।

গত সোমবার হাইকোর্ট জানিয়ে দেয় আগের আস্থা ভোট বাতিল। এবার জেলাশাসকের তত্ত্বাবধানে আস্থা ভোট হবে ভাটপাড়া পুরসভায়। পুলিশকেও আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। সেইমত মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে পুলিশ। গোটা এলাকা পুলিশের ঘেরাটোপে নেওয়া হয়। কড়া নিরাপত্তা বলয়ে হয় ভোটাভুটি। জেলাশাসক ভোটের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।


শুক্রবারও ভোটাভুটির সময় অনুপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলররা। এদিনও তাই হল। ফলে ১৯-০ ভোটে এদিনও ভাটপাড়া পুরসভার আস্থাভোট জেতে তৃণমূল। ফলে এবার তৃণমূলের হাতেই চলে এল ভাটপাড়া পুরসভা। প্রসঙ্গত ৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় এখন শক্তি ৩৩ জনের। বোর্ড গড়ার জন্য ১৯ কাউন্সিলরের সমর্থন যথেষ্ট ছিল। যদিও বিজেপি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সাংসদ অর্জুন সিং।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button