
আরুষি হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূপুর তলোয়ারকে প্যারোলে মুক্তি দিল এলাহাবাদ হাইকোর্ট। ৩ সপ্তাহের জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে। নূপুর তলোয়ারের মা গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে দেখতেই এই প্যারোল বলে জানা গিয়েছে। নিজের ১৪ বছরের মেয়ে আরুষি ও বাড়ির পরিচারক বছর ৪৫-এর হেমরাজ হত্যায় মা নূপুর তলোয়ার ও বাবা রাজেশ তলোয়ার এখন গারদের পিছনে। ২০১৩ সালের নভেম্বরে এই দন্ত চিকিৎসক দম্পতিকে যাবজ্জীবনের সাজা দেয় বিশেষ সিবিআই আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তলোয়ার দম্পতি। কিন্তু সাজার নির্দেশ বহাল রয়েছে। ফলে গারদের পিছনেই কাটাতে হচ্ছে দুজনকে। এর ফাঁকে মায়ের অসুস্থতার কারণে ৩ সপ্তাহের জন্য মুক্তির স্বাদ পেল মা নূপুর তলোয়ার।