মুসলিম পুরুষরা তিনবার তালাক বললেই তৎক্ষণাৎ ডিভোর্স। এই প্রচলিত অভ্যাস অসাংবিধানিক এবং নারীর অধিকারের বিরোধী। এদিন সাফ জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। তিন তালাককে অবৈধ বলে অভিহিত করেছে আদালত। এর আগে সুপ্রিম কোর্টে ঠিক এইভাবেই কেন্দ্র তিন তালাকের বিরুদ্ধে মুখ্য খুলেছিল। এলাহাবাদ হাইকোর্ট এদিন পরিস্কার জানিয়েছে, কোনও সম্প্রদায়ের আইন কখনই সংবিধান প্রদত্ত অধিকারের ওপরে হতে পারেনা। তবে এর বেশি তাদের আর কিছু বলার নেই বলেও জানায় আদালত। তাদের যুক্তি যখন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তখন তাদের আর বেশি কছু বলার থাকতে পারেনা। সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার শুনানি চলছে। মহিলাদের দাবি, আজকাল হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমেও তিন তালাক জানিয়ে স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন মুসলিম স্বামীরা। যদিও সুপ্রিম কোর্টে তালাক নিয়ে শুনানির বিরোধিতা করে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের তরফে জানানো হয় কোনও আদালতই শরিয়ত আইন বদলে দিতে পারেনা। যদিও শীর্ষ আদালতে সেজন্য শুনানি থেমে থাকেনি।