মনে হচ্ছে কলিযুগ এসে পড়েছে, বৃদ্ধ বৃদ্ধার মামলায় মন্তব্য হাইকোর্টের
মনে হচ্ছে কলিযুগ এসে পড়েছে। এক বৃদ্ধ বৃদ্ধার খোরপোশ মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্যাম শামশেরি।
এক বৃদ্ধ। বয়স ৮০ বছর। তাঁর স্ত্রীর বয়স ৭৫। এঁদের ২ জনের মধ্যে মামলা চলছে। খোরপোশ সংক্রান্ত মামলা। যেখানে স্বামীর কাছে খোরপোশ দাবি করেছেন বৃদ্ধা।
সম্পত্তি সংক্রান্ত বিবাদ। সেই নিয়েই ২ জনের মধ্যে অশান্তির শুরু। এরপর আলাদা থাকা। এই আলাদা থাকাকালীন বৃদ্ধা একটি পরিবার আদালতের দ্বারস্থ হন।
তিনি স্বামীর কাছে খোরপোশ দাবি করেন। ওই পরিবার আদালত বৃদ্ধার পক্ষেই রায় দেয়। যা বৃদ্ধ মেনে নিতে পারেননি। তিনি সেই রায়কে চ্যালেঞ্জ করে হাজির হন এলাহাবাদ হাইকোর্টে।
সেই মামলার শুনানিতে এসে পুরো ঘটনা শুনে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্যাম শামশেরি কার্যতই অবাক। তিনি বলেই ফেলেন, দেখে মনে হচ্ছে কলিযুগ এসে পড়েছে।
অনেকেই এই ৮০ বছরের বৃদ্ধ ও ৭৫ বছরের বৃদ্ধার খোরপোশ মামলার বিষয়টি জেনে হতবাক। তাঁদের অনেকেই বলে ফেলছেন এই বয়সে!
অবশ্য হাইকোর্ট ওই বৃদ্ধ ও বৃদ্ধাকে কথা বলে নিজেদের মধ্যে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দিয়েছে। পরবর্তী শুনানির আগে তাঁদের নিজেদের মধ্যেই সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন বিচারপতি সৌরভ শ্যাম শামশেরি।
তিনি এও মনে করছেন এ ধরনের মামলা যথেষ্ট চিন্তার বিষয়। এই বয়সে তাঁদের আইনি লড়াই নিয়ে হতবাক সকলেই। বিষয়টি এতটাই নজর কেড়েছে যে তাবড় সংবাদমাধ্যম এই সংবাদ পর্যন্ত প্রকাশ করেছে। সঙ্গে বিচারপতির অভিমতও।