কলকাতায় জীবনাবসান হল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীরের। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। রবিবার সকালে কলকাতার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
১৯৭৩ সালে কলকাতা বার অ্যাসোসিয়েশনে সদস্য হয়ে আইনজীবী হিসাবে পেশাগত জীবনে প্রবেশ করেন কবীর। অল্প সময়ের মধ্যেই সিভিল ও ক্রিমিনাল, এই দুই ক্ষেত্রেই তিনি সুনাম অর্জন করেন। ১৯৯০ সালে কলকাতা হাইকোর্টেই বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৩-র জুলাই মাস পর্যন্ত সুপ্রিম কোর্টের ৩৯ তম প্রধান বিচারপতির পদ সামলেছেন তিনি। বিভিন্ন সময়ে বিতর্কে জড়ানো আলতামাস বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন। অসুস্থও ছিলেন।