তাঁকে সবাই চিনতেন অ্যাডগুরু নামে। আসল নাম অ্যালেক পদমসি। ভারতীয় বিজ্ঞাপনে যুগান্তর সৃষ্টি করা সেই ব্যক্তিত্ব শনিবার মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর তাঁর পরিবারের তরফে সকলকে জানিয়ে দেওয়া হয়।
গুজরাটে এক খোজা মুসলিম পরিবারে জন্ম অ্যালেকের। সৃজনশীল মানসিকতার অ্যালেকের কিন্তু বিজ্ঞাপন জগত ছাড়াও আরও পরিচয় রয়েছে। তিনি একাধারে নাটক নির্মাতা ও অভিনেতা। রিচার্ড অ্যাটেনবরোর অস্কার জয়ী সিনেমা গান্ধী-তে তিনি মহম্মদ আলি জিন্নার চরিত্রে অভিনয় করেন। তাঁর সেই অভিনয় আজও প্রশংসিত হয়। এছাড়া তিনি জেসাস ক্রাইস্ট সুপারস্টার, ব্রোকেন ইমেজেস, ইভিটা সহ অনেক ইংরাজি নাটক মঞ্চস্থ করেছেন।
তবে যে জগত তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে গিয়েছিল তা হল বিজ্ঞাপন জগত। লিরিল গার্ল থেকে সার্ফ-এর ললিতাজি, এমআরএফ মাসলম্যান থেকে হামারা বাজাজ। এমনকি কামসূত্রের বিজ্ঞাপন জুটি। একের পর এক মানুষের মনে ছাপ রেখে যাওয়া বিজ্ঞাপন তৈরি হয় তাঁর হাতেই। অচিরেই তিনি হয়ে ওঠেন ভারতের অ্যাডগুরু।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)