Health
জটিল এই রোগের চিকিৎসায় আশার আলো
বিশ্বজুড়ে ক্রমশ অ্যালজাইমারসের প্রকোপ বাড়ছে। কিন্তু সেই অর্থে এর কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে এবার হয়তো আশার আলো দেখা যাবে।
মারণ রোগে পরিণত হয়েছে অ্যালজাইমারস। বিশ্বজুড়ে ক্রমশ এর প্রকোপ বাড়ছে। কিন্তু সেই অর্থে এর কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে এবার হয়তো আশার আলো দেখা যাবে। অন্তত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চলা একটি গবেষণার প্রাথমিক রিপোর্ট সে কথাই বলছে।
রিপোর্টে জানানো হয়েছে, ইঁদুরের ওপর এএস১৬ নামক একটি ওষুধ প্রয়োগ করে সফল হয়েছেন গবেষকেরা। যা আগামী দিনে অ্যালজেইমারের ওষুধ তৈরির সম্ভাবনা উজ্জ্বল করেছে।
এই সাফল্যের পর ফের একবার তাঁরা অ্যালজেইমার আক্রান্ত মডেল ইঁদুরের ওপর এই পরীক্ষা করবেন। সেখানেও সাফল্য এলে মানুষের ওপর পরীক্ষা শুরু হবে। ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলে ওষুধ বাজারজাত হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা