প্রয়াত প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী অমলা শঙ্কর
বিশ্বখ্যাত বাঙালিদের একজন ছিলেন অমলা শঙ্কর। ১০১ বছরে তিনি চলে গেলেন শুক্রবার।
কলকাতা : বাঙালির বেশ কিছু মানুষকে নিয়ে গর্ব রয়েছে। তাঁদের তালিকায় অবশ্যই রয়েছেন নৃত্যশিল্পী অমলা শঙ্কর। নিজের প্রতিভার বিচ্ছুরণে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। সেই প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী অমলা শঙ্কর চলে গেলেন। শুক্রবার তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার ঘুমন্ত অবস্থাতেই চলে গেলেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর নাতনি শ্রীনন্দা শঙ্কর।
শ্রীনন্দা সোশ্যাল মিডিয়ায় লেখেন গত মাসেই তাঁরা ঠাম্মার জন্মদিন পালন করেন। খুব অস্থির লাগছে। মুম্বই থেকে কলকাতার কোনও উড়ান নেই। সব উড়ান বন্ধ। একটা যুগের অবসান বলেও উল্লেখ করেন শ্রীনন্দা। ১৯১৯ সালে যশোরে জন্ম অমলা শঙ্করের। জীবনে স্বামী হিসাবে পান আর এক কিংবদন্তী উদয় শঙ্করকে। উদয় শঙ্করের ডান্স গ্রুপে ছিলেন অমলা শঙ্কর। সেখান থেকেই পরে কিংবদন্তী নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে বিয়ে হয় তাঁর।
অমলা শঙ্করের ২ সন্তানও স্বনামধন্য, আনন্দ শঙ্কর ও মমতা শঙ্কর। নাচ ছিল তাঁর জীবন। জীবনে একটি সিনেমাতেও অভিনয় করেন তিনি। নাম কল্পনা। অমলা শঙ্করের মৃত্যুতে বাংলার সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে আসে। অনেকেই শোক ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমলা শঙ্করের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন। রাজ্যসরকার অমলা শঙ্করকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছিল।