শুক্রবার থেকে শুরু হল অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র সুরক্ষাবলয়ের ব্যবস্থা করেছে প্রশাসন। দক্ষিণ কাশ্মীর হিমালয়ের এই তীর্থস্থানের উদ্দেশে এদিন পুণ্যার্থীদের প্রথম দলটি রওনা হয়। ১২৮২ জন পুণ্যার্থীর এই দলটিকে অমরনাথের উদ্দেশে রওনা করেন জম্মু কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং।
দুটি রাস্তা ধরে অমরনাথ গুহার উদ্দেশে বেস ক্যাম্প থেকে পাহাড়ে চড়া শুরু করেন পুণ্যার্থীরা। হালে রাজ্যে পরপর হওয়া সন্ত্রাসবাদী হামলার কথা মাথায় রেখে পুণ্যার্থীদের সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। পুণ্যার্থীদের সুরক্ষায় ২০ হাজার সুরক্ষাকর্মী মোতায়েন করা হয়েছে। আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। ভগবতী নগর বেসক্যাম্পের আশপাশেও মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও আধাসেনা।