National

ফের বন্ধ অমরনাথ যাত্রা

গত শুক্রবারই খারাপ আবহাওয়ার জন্য বন্ধ করা হয়েছিল অমরনাথ যাত্রা। পুণ্যার্থীরা হাপিত্যেশ করে অপেক্ষায় ছিলেন কবে তাঁরা ফের যাত্রা করতে পারবেন। কিন্তু সেই সমস্যা মাত্র ১ দিনেই মিটে যায়। শনিবারই ফের স্বাভাবিক হয় অমরনাথ যাত্রা। কিন্তু শনিবার স্বাভাবিক হওয়ার পর ফের রবিবার বন্ধ করা হল অমরনাথ যাত্রা। খাবার আবহাওয়ার জন্যই যাত্রা বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।

গত শনিবার রাত থেকেই জম্মু শ্রীনগর হাইওয়েতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। প্রায় ৩০০ কিলোমিটার এলাকা ধরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই পুরো এলাকাটাই জম্মু শ্রীনগর হাইওয়ের মধ্যে পড়ে। অন্যদিকে এই জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে এগিয়ে পুণ্যার্থীরা শেষ পর্যন্ত অমরনাথ লিঙ্গ দর্শন করতে পাহাড়ে ওঠা শুরু করেন বালতাল ও পহেলগাম বেসক্যাম্প থেকে। এই ২টি পথেই পৌঁছতে হয় অমরনাথ গুহা পর্যন্ত। সেই বালতাল ও পহেলগামেও বৃষ্টি হচ্ছে সমানতালে।


এবার অমরনাথ যাত্রা ঠিক কতজন পুণ্যার্থীর দর্শন দিয়ে শেষ হবে তা পরিস্কার নয়। আগামী ১৫ অগাস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা। শ্রাবণী পূর্ণিমা উৎসবের দিন শেষ হচ্ছে যাত্রা। তারপর ১ বছরের অপেক্ষা। এবার ২ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। চলবে দেড় মাস। সারা বছরের এই সময়টুকুই অমরনাথ গুহা সাধারণ মানুষের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকে প্রকৃতির কারণে বন্ধ থাকে যাত্রা।

প্রতিবছর এই জুলাই মাসেই অমরনাথ যাত্রার সূচনা হয়ে থাকে। এখনও পর্যন্ত দুর্গম অমরনাথ যাত্রায় ২৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও ২ স্বেচ্ছাসেবক ও ২ সুরক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button