এবার মাত্র ১৪ দিনের জন্য মিলবে অমরনাথ দর্শনের সুযোগ
অমরনাথ যাত্রা এ বছর মাত্র ১৪ দিনের জন্য হবে। করোনার কথা মাথায় রেখেই কমানো হল দিন।
জম্মু : গত বছর ১ জুলাই থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। ঠিক ছিল চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। যা সাধারণত হয়ে থাকে। তবে মাঝপথে ল্যান্ডমাইন, বন্দুক মেলায় তা বন্ধ হয়ে যায়। এবার হয়তো পুণ্যার্থীরা আশা করেছিলেন যে অমরনাথ যাত্রা এবার অন্তত করতে পারবেন। কিন্তু এবার করোনা কাঁটা সেই আশায় জল ঢেলে দিল। অমরনাথ লিঙ্গ দর্শন করা যাবে ঠিকই। যাত্রাও হবে। তবে মাত্র ১৫ দিনের জন্য।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড বা অমরনাথ পরিচালন কমিটি জানিয়ে দিল এবার অমরনাথ যাত্রা অনুষ্ঠিত হবে ২১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই যে কজন দর্শনের সুযোগ পাবেন। সাধুদের যাত্রার জন্য কোনও সেই অর্থে নিয়ম নেই। তবে সাধারণ মানুষকে যাত্রার জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। সেখানে রেজিস্ট্রেশন হলে তবেই মিলবে সুযোগ। প্রত্যেককে যাত্রা শুরুর আগে পরীক্ষা করা হবে।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড জানিয়ে দিয়েছে ৫৫ বছরের কম বয়সীদের এবার যাত্রার সুযোগ দেওয়া হবে। বাকিদের যাত্রার আগে তাঁরা যে করোনা নেগেটিভ তার শংসাপত্র দেখাতে হবে। কাশ্মীরের অনন্তনাগ জেলায় হিমালয়ের ৩ হাজার ৮৮০ মিটার উঁচুতে অবস্থিত অমরনাথ গুহা। সেখানেই প্রকৃতির নিয়মে বরফের লিঙ্গ দর্শন করতে বহু মানুষ অনেক কষ্ট উপেক্ষা করেও পৌঁছন।
এতদিন ২টি রাস্তা ধরে যাত্রা হত। একটি বালতাল, অন্যটি পহেলগাম। এবার পহেলগাম থেকে কোনও যাত্রা হবেনা। কেবল বালতাল রুট খোলা হবে। যে দিনগুলোয় অমরনাথ গুহা খোলা থাকছে, সেই কদিন সকাল ও সন্ধের আরতি সরাসরি সম্প্রচার করা হবে দেশবাসীর জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা