গত ২ বছর স্থগিত ছিল, এবার কি অমরনাথ যাত্রা হবে, পাওয়া গেল উত্তর
গত ২ বছর অমরনাথ যাত্রা স্থগিত হয়ে যায়। এবারও কি সেই পথেই সরকার, নাকি অন্য কোনও ভাবনা রয়েছে। সে উত্তর পাওয়া গেল।
গত ২ বছর ভারত সহ গোটা বিশ্বের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। এখনও সেই আতঙ্ক থেকে রেহাই মেলেনি। এদিকে গত ২ বছরে অমরনাথ যাত্রা স্থগিত করেছিল জম্মু কাশ্মীর প্রশাসন।
তাই এবার হিমালয়ের কোলে ভগবান শিবের তুষার লিঙ্গ দর্শন হবে কিনা তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন রয়েছে। এবারও কি স্থগিত হয়ে যাবে অমরনাথ যাত্রা? সে প্রশ্ন রয়েছে। সে প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গেছে।
এবার জম্মু কাশ্মীর প্রশাসন মনে করছে অমরনাথ যাত্রা হতে পারে উৎসবের মেজাজে। গত ২ বছর ধরে অমরনাথ দর্শনে আসতে পারেননি ভক্তরা। ফলে এবার চুটিয়ে সেই সাধ পূরণ করতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে পারে বলেই মনে করছে তারা।
আর সেজন্য যাবতীয় প্রস্তুতিও তারা চালাচ্ছে জোর কদমে। যার তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা নিজে।
এবার ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। যা প্রথা মেনেই শেষ হবে ১১ অগাস্ট। ওইদিন রাখিবন্ধন উৎসব। রীতি হল রাখিবন্ধনের দিনই অমরনাথ যাত্রা শেষ হয়। এবারও তাই হবে।
ফলে এবার স্থগিত নয়, বরং চুটিয়ে অমরনাথ দর্শনের জন্য ভক্তরা তৈরি হতেই পারেন। এবার আবার একগুচ্ছ সুবিধার ব্যবস্থাও করেছে প্রশাসন। এবার অমরনাথ দর্শনে ৬ থেকে ৮ লক্ষ ভক্তের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। সেই মত তারা তৈরিও থাকছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা