অমরনাথের পথে নিষিদ্ধ সিঙ্গারা, জিলাপি সহ একগুচ্ছ খাবার, প্রকাশ্যে তালিকা
অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে ১ জুলাই থেকে। তার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ খাবারের তালিকা প্রকাশ করে তাতে নিষেধাজ্ঞা জারি হল।
অমরনাথ যাত্রা ১ জুলাই থেকে শুরু হচ্ছে। ৬২ দিন ধরে চলবে এই পুণ্যযাত্রা। পাহাড়ি পথে পুণ্যার্থীদের যাত্রা শুরু হবে ২টি দিক দিয়ে। একটি বালতাল, অন্যটি পহেলগাম।
অমরনাথ গুহায় তুষারলিঙ্গ দর্শন করার জন্য এক কঠিন পথ অতিক্রম করতে হবে পুণ্যার্থীদের। এই যাত্রাপথ যতটাই অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, ততই দুর্গম।
এই যাত্রাপথে ১২০টি লঙ্গরের ব্যবস্থা করা হয়েছে। যেখানে খাবার পাবেন পুণ্যার্থীরা। তবে এবার শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড পুণ্যার্থীদের খাবার নিয়ে যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে।
পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তারা একটি তালিকা প্রকাশ করেছে। যে খাবারগুলি এই যাত্রাপথে নিষিদ্ধ। এই তালিকায় রয়েছে, পুরি তরকারি, পিজা, বার্গার, ধোসা, ভাজা রুটি, মাখন পাউরুটি, ক্রিম দেওয়া খাবার, আচার, চাটনি, পাঁপড় ভাজা, চাউমিন, অন্যান্য জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, কোল্ড ড্রিংকস, হালুয়া, জিলাপি, গোলাপ জাম, লাড্ডু, খোয়া বরফি, রসগোল্লা এবং অন্যান্য মিষ্টি।
এছাড়া নিষেধ চিপস, নিমকি, পকোড়া, সিঙ্গারা, ভাজা শুকনো ফল। এছাড়া আমিষ খাবার, জর্দা, মদ, গুটখা, পান মশলা, সিগারেট এবং অন্য নেশার বস্তুও বাদ।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড এও পরিস্কার করে দিয়েছে যে কি খাবার অমরনাথের যাত্রাপথে পুণ্যার্থীরা পাবেন। সেই তালিকাও দিয়ে দিয়েছে তারা।
সেই তালিকায় রয়েছে, শস্য জাতীয় খাবার, ডাল, আনাজ, ভেজিটেবল স্যালাড, ফল, অঙ্কুরিত খাবার, গুড়, ইডলি, সম্বর, উত্তপম, পোহা, ভেষজ চা, কফি, কম ফ্যাট যুক্ত দই, সরবত, লেবুর স্কোয়াশ বা লেবুর জল, ডুমুর, কিসমিস এবং বিভিন্ন শুকনো ফল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা