শেষ হল ৪০ দিন ব্যাপী অমরনাথ যাত্রা। এবছর ২ লক্ষ ৬০ হাজার পুণ্যার্থী অমরনাথের বরফের গুহালিঙ্গ দর্শন করেন। প্রতি বছরের রীতি মেনে রাখিপূর্ণিমার দিন শেষ হয় অমরনাথ যাত্রা। এবারও তার অন্যথা হয়নি। গত ২৯ জুন শুরু হয়েছিল এবারের অমরনাথ যাত্রা। পহেলগাম ও বালতালকে বেস ক্যাম্প করে অমরনাথের পাহাড়ি পথে যাত্রা করেন পুণ্যার্থীরা।
এবার জঙ্গি হানায় ৮ পুণ্যার্থীর মৃত্যু হয়। গত ১৪ বছরে এবারই দ্বিতীয় কম সংখ্যক পুণ্যার্থী অমরনাথ দর্শন করলেন। গত বছর দর্শন করেছিলেন আরও কম। ২ লক্ষ ২০ হাজার মানুষ। নিয়ম মেনে এদিন সারাদিন ব্যাপী প্রার্থনা হয়। হাজির ছিলেন মহন্ত দীপেন্দ্র গিরি। আবার আগামী বছর গ্রীষ্মে ফের খুলবে অমরনাথ মন্দিরের দরজা।