SciTech
কবে মিশে যাবে আমেরিকা ও এশিয়া, কবে তৈরি হবে অ্যামেশিয়া
একটা সময়ের পর দুটি মহাদেশ যুক্ত হয়ে গিয়ে তৈরি হবে একটি নতুন মহাদেশ। যার নাম হবে অ্যামেশিয়া।
টেকটনিক প্লেট সরবে। হয়তো হারিয়ে যাবে প্যাসিফিক প্লেটটাই! ফলে ক্রমশ কাছে আসতে থাকবে উত্তর আমেরিকা ও এশিয়া। আর এমন হতে হতে একটা সময়ের পর দুটি মহাদেশ যুক্ত হয়ে গিয়ে তৈরি হবে একটি নতুন মহাদেশ। যার নাম হবে অ্যামেশিয়া।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে এই কাণ্ডটি বাস্তবায়িত হতে এখনও ২৫০ মিলিয়ন বছর লাগবে! যা নেহাত কম নয়। অনেকে আবার কটাক্ষ করে বলছেন, এসব দেখার জন্য সে সময়ে পৃথিবী নামক বস্তুটির অস্তিত্ব থাকলে হয়!