পূর্ব ভারতের অন্যতম বিনোদন সংস্থা এসভিএফ এবছর বড়দিনে উপহার দিতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বাংলা সিনেমা ‘আমাজন অভিযান’। আদপে এই সিনেমাটি তৈরি হচ্ছে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘চাঁদের পাহাড়’-এর সিকুয়েল হিসাবে। যেখানে শঙ্কর এবার অ্যামাজনের ভয়াল জঙ্গলের মধ্যে পদে পদে বিপদ অতিক্রম করে পৌঁছবে এল ডোরাডো-তে। সেই সোনার শহরে পৌঁছনোর যাত্রাপথ নিয়েই সিনেমা। যে যাত্রাপথে শঙ্করকে মুখোমুখি হতে হয় অ্যানাকোন্ডা, কালো কুমির বা জাগুয়ারের মত হিংস্র জন্তু জানোয়ারের। শুধু জন্তুই বা কেন? শঙ্করকে অ্যামাজনের জঙ্গলে পড়তে হয়েছে বর্বর আদিবাসীদের সামনে। এভাবেই মাইলের পর মাইল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাড় হিম করা যাত্রা আর প্রতি মুহুর্তে ভয়ংকর বিপদকে অতিক্রম করে কীভাবে শঙ্কর পৌরাণিক শহর এল ডোরাডো-তে পৌঁছল সেটাই এই কাহিনির সাসপেন্স।
চাঁদের পাহাড়ের পর আমাজন অভিযানও পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। গল্পের হিরো শঙ্করের চরিত্রে থাকছেন সেই দেব। ব্রাজিলের দুটি নদীর জলের তলার ঘটনাও চিত্রায়িত করা হয়েছে আমাজন অভিযানে। আমাজন অভিযান বাংলাতে রিলিজ হচ্ছে আগামী বড়দিনে। ইংরাজি সংস্করণ সহ বেশ কিছু ভাষাতেও মুক্তি পাচ্ছে ‘আমাজন অভিযান’। ইংরাজিতে সিনেমাটির নাম হচ্ছে ‘অ্যামাজন অ্যাডভেঞ্চার’। সম্প্রতি সামনে এসেছে আমাজন অভিযানের ফার্স্ট লুক।