Entertainment

‘বাহুবলী’-র রেকর্ড ভাঙল ‘আমাজন অভিযান’

বাহুবলী। ভারতীয় সিনেমার এক অন্যতম মাইলস্টোন। একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে দক্ষিণী এই সিনেমা। সেইসব রেকর্ডের মধ্যে একটি ছিল ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় পোস্টারের। সিনেমার প্রচারে ৫১ হাজার ৬০০ বর্গফুটের পোস্টার সামনে এনে তাক লাগিয়ে দিয়েছিল তারা। কিন্তু সেই রেকর্ড চুরমার করে দিল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত চাঁদের পাহাড়ের দ্বিতীয় ভাগ হিসাবে প্রেক্ষাগৃহে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলা আমাজন অভিযানের পোস্টার।

Amazon Obhijaan


শনিবার হেমন্তের বিকেলে মোহনবাগান মাঠের সবুজ গালিচা ঢেকে গেল আমাজন অভিযানের দানবীয় পোস্টারে। ৬০ হাজার ৮০০ বর্গফুটের এই পোস্টার সামনে আসার পরই পিছিয়ে পড়ল বাহুবলী। আপাতত পোস্টারের রেকর্ডে। উপর থেকে না দেখলে এই পোস্টার দেখা যাবে না। যাকে বলে এরিয়াল ভিউ।

Amazon Obhijaan


সমতলে থেকে পোস্টারের আগুপিছু বোঝা দায়। এদিনের এই অনন্য চমকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনেমার মুখ্য চরিত্রাভিনেতা দেব। ঝলমলে অনুষ্ঠানে মোহনবাগান মাঠে ফিতে কেটে দেবের হাতে উদ্বোধন হয় ভারতীয় সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় পোস্টারের। ফ্লেক্সের পোস্টার। কিন্তু জুড়ে ছিল মোহনবাগান মাঠের পুরোটাই। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখে বোঝা দায়। কিন্তু উপর থেকে দেখলে চোখ ছানাবড়া হওয়ার জোগাড় হবেই। শুধু পোস্টারে চমক বলেই নয়, এখনও পর্যন্ত এত অর্থব্যয়ে কোনও বাংলা সিনেমা তৈরি হয়নি। সেদিক থেকেও রেকর্ড গড়ল আমাজন অভিযান। তাছাড়া অ্যামাজন অ্যাডভেঞ্চার নামে এই সিনেমার একটি ইংরাজি ভার্সানও তৈরি হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button