রাজ্য সরকার পুলিশ পাঠিয়ে স্টিং করার চেষ্টা করেছে। রাহুল সিনহাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। পুলিশ কমিশনার সব জানতেন। এদিন কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনই দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ বিষয়ে দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে সারদা থেকে নারদ, সব ইস্যুতেই তৃণমূলকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। নারদকাণ্ডে সিবিআই তদন্তের দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্তদের নিয়ে সরকার চালাচ্ছেন বলেও দাবি করেন অমিত শাহ। শেষ পাঁচ বছরে তৃণমূল রাজ্যে কোনও পরিবর্তনই আনতে পারেননি বলে দাবি করেছেন তিনি।
অমিতের দাবি তৃণমূল জামানায় বাংলায় শিল্প হয়নি। হয়েছে তো শুধু বোমা তৈরির কারখানা। তৃণমূল ও বিজেপির মধ্যে গোপন আঁতাত নিয়ে বিরোধীরা সরব। এদিন সেই প্রসঙ্গ তুলে অমিত শাহর সাফ জবাব, বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও আঁতাত হয়নি। তৃণমূলের সম্বন্ধে দল নরমপন্থাও নেয়নি। সিপিমের ছায়ায় তৃণমূল রাজ্য চালাচ্ছে বলেও দাবি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।