রাজ্যেই পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আগে সেটা সামলান। তারপর মহাজোট গড়বেন। এদিন পুরুলিয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। অমিত শাহ বলেন, এ রাজ্যে ক্রমশ নিজেদের জায়গা তৈরি করছে বিজেপি। পুরুলিয়াকে ধরে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য থেকে ২৩টি আসন পাবে বলে দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, দেশের ১৯টি রাজ্যে বিজেপির শাসন রয়েছে। এবার টার্গেট পশ্চিমবঙ্গ।
অমিত শাহ-র দাবি, রাজ্যে এখন কোনও কলকারখানা নেই। আছে একটাই কারখানা। বোমা তৈরির কারখানা। পাশাপাশি তাঁর দাবি, কেন্দ্র রাজ্যের উন্নয়নের জন্য রাজ্য সরকারকে টাকা পাঠায়। ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু সেই টাকা আমজনতার উন্নয়নে কাজে আসেনি। তা চলে গেছে তৃণমূলের সিন্ডিকেটের পকেটে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা অবাধে এই রাজ্যে প্রবেশ করছে বলেও দাবি করেন অমিত শাহ।
এদিন কার্যত চ্যালেঞ্জ ছুঁড়েই দিয়ে গেলেন তিনি। বাজিয়ে গেলেন সামনের বছরে হতে চলা লোকসভা নির্বাচনের দামামা। বিজেপির লক্ষ্য যে পশ্চিমবঙ্গ তা এদিন পরিস্কার করে দিয়েছেন এই কুশলী রাজনীতিবিদ। আর বাংলা দখলের দরজা যে পদ্ম শিবির পুরুলিয়াকে করেছে তাও এদিন অমিত শাহের বক্তব্য ও কর্মসূচি থেকে পরিস্কার। পঞ্চায়েত নির্বাচনের পর কিন্তু এখন বাংলাতে বিজেপিই দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে। ফলে অনেকটা জোর পেয়েছে বিজেপি। আপাতত সেই শক্তিকে কাজে লাগিয়েই বাংলায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা আরও জোর কদমে শুরু করার বার্তা দিয়ে গেলেন অমিত শাহ।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)