State

তৃণমূলের চেয়ে বাম সরকার ভাল ছিল, বললেন অমিত শাহ

আলিপুরদুয়ারে এবার বিজেপি প্রার্থী জন বার্লা। তাঁর সমর্থনে প্রচারে এসে এদিন আলিপুরদুয়ারে জনসভা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সভামঞ্চ থেকে তৃণমূলকে তুলোধোনা করেন তিনি। তাঁর আক্রমণের মূল লক্ষ্য ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অমিত শাহ দাবি করেন, বাম সরকার বদলাতে তৃণমূল সরকারকে আনেন বাংলার মানুষ। কিন্তু তৃণমূলের চেয়ে বাম সরকার ভাল ছিল। এমন কথায় অবশ্য বামেরাই বিস্মিত।

রাজনৈতিক লড়াইয়ে বিজেপির সঙ্গেও বামেদের সাপেনেউলে সম্পর্কের কথা সকলের জানা। অনেক সময় অনেক দলের জোট দেখা গেলেও বাম-বিজেপি জোট কারও চোখে পড়বে না। সেই বামেদের অমিত শাহের সার্টিফিকেট বামেরা বেশ তারিয়েই উপভোগ করছেন।


রাজ্যে তৃণমূল শাসনকে তুলোধোনা করে অমিত শাহ এদিনও সিন্ডিকেট রাজের কথা তুলে আনেন। তাঁর দাবি কেন্দ্র টাকা পাঠালেও তা রাজ্যের গরিব মানুষের কাছে যেতে দিচ্ছে না তৃণমূল সরকার। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতের সুবিধা রাজ্যের মানুষ পাবেন বলে দাবি করেন অমিত শাহ। সেইসঙ্গে এদিন ফের পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেন বিজেপি সভাপতি।

আলিপুরদুয়ার সহ পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ২৩ আসন পাবে বলেও এদিন দাবি করেন অমিত শাহ। এদিন অমিত শাহের সভায় রাজ্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। জনসমাগমও হয়েছিল ভালই। সব মিলিয়ে রাজ্যে কিন্তু বিজেপির প্রচারে জোয়ার এনে দিলেন অমিত শাহ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button