সকালে কলকাতায় পা দিয়ে প্রথমে রাজারহাটে এনএসজি-র নতুন ভবনের উদ্বোধন। তারপর সেখান থেকে শহিদ মিনারে দুপুরে বিজেপির সিএএ সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সেখান থেকে বিকেলে হাজির হন কালীঘাটে কালীঘাট মন্দিরে। তিনি যে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন তা আগে থেকেই স্থির ছিল। ফলে সেখানে আগে থেকেই ছিল কড়া সুরক্ষা বন্দোবস্ত।
কালীঘাট মন্দিরে পৌঁছে মায়ের সামনে গিয়ে পুজো দেন অমিত শাহ। মাকালীর গলায় মালা পরানো, পা ধুইয়ে দেওয়ার মত নানা উপাচারে পুজো দেন তিনি। তাঁকে পুজো দিতে সাহায্য করেন পূজারী, সেবায়েতরা। অমিত শাহ মন্দিরে আছেন। ফলে সুরক্ষা বন্দোবস্ত ছিল নিশ্ছিদ্র। আবার পাশাপাশি উৎসাহী মানুষের ভিড়ও ছিল যথেষ্ট। ছিল সংবাদমাধ্যমের হুড়োহুড়ি।
প্রায় ১০ মিনিট পুজো দেন অমিত শাহ। প্রার্থনা করেন। এদিন শহিদ মিনারে ভাষণ শুরু করার সময়ই তিনি জানিয়েছিলেন মাকালীর এই ভূমিতে এসে তিনি ধন্য। প্রণাম জানান ভূমিকে। তারপরই বিকেলে কালীঘাট মন্দিরে হাজির হন অমিত শাহ। কালীঘাট মন্দিরে ১০ মিনিট পুজোর পাশাপাশি কিছুটা সময় কাটে তাঁর। তারপর সেখান থেকে ফিরে যান তিনি।