State

রাজ্যবাসীর কাছে একটা সুযোগ দেওয়ার আবেদন করলেন অমিত শাহ

বাংলার মানুষের কাছে বিজেপিকে একবার ক্ষমতায় আনার আবেদন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুযোগ পেলে সোনার বাংলা গড়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।

কলকাতা : রাজ্যে ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাই এবার বিজেপিকে একটা সুযোগ দিন। বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে দেবে।

রাজ্যের অনেক মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে সে সুযোগও পাবেন তাঁরা। বৃহস্পতিবার রাজ্যবাসীকে এমনই জানালেন অমিত শাহ।


রাজ্যসরকারকে উপড়ে ফেলে দেওয়ার ডাকও দেন তিনি। যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে।

সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির প্রচারে গতি আনতে অমিত শাহ গত বুধবার রাতেই হাজির হন রাজ্যে।


বৃহস্পতিবার সকালে তিনি বাঁকুড়া পৌঁছন। সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ।

বিজেপির রাজ্য নেতৃত্ব এদিন তাঁর সঙ্গেই ছিলেন। অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক।

এখান থেকে অমিত শাহ হাজির হন রবীন্দ্র ভবনে। সেখানে বিজেপি নেতা কর্মীদের নিয়ে সভা করেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে সেই বৈঠকে অনেক কর্মী হাজির ছিলেন। ছিলেন দলীয় নেতারা।

এখানে বৈঠক সেরে অমিত শাহ সূচী মতই হাজির হন স্থানীয় এক আদিবাসী পরিবারের বাড়িতে। সেখানে মাটিতে গিয়ে বসেন তিনি। কথা বলেন পরিবারের সকলের সঙ্গে। শোনেন তাঁদের অভাব অভিযোগের কথা। স্থানীয় আদিবাসী মানুষজনের সমস্যার কথাও তিনি জানতে চান।

এই আদিবাসী পরিবারের বাড়িতেই অমিত শাহ মধ্যাহ্নভোজন সারেন। ভাত, ডাল, তরকারি দিয়ে মধ্যাহ্ন ভোজন করে সেখান থেকে রওনা দেন অমিত শাহ।

এর আগেও এ রাজ্যে এসে দরিদ্র পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন সারার উদাহরণ অমিত শাহর ক্ষেত্রে রয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যে ১৮টি আসন দখল করে বিজেপি। রাজ্যে এখন সিপিএম বা কংগ্রেস নয়, বিজেপিই দ্বিতীয় শক্তি হিসাবে সামনে রয়েছে। প্রধান বিরোধী শক্তির নামও বিজেপি।

লোকসভায় ভাল ফলের পর এবার বিজেপি চাইছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করতে। আর তার জন্য এখন থেকেই ঝাঁপাতে চাইছে তারা। অমিত শাহর এই সফর কিন্তু তৃণমূলের জন্য একটা প্রাথমিক চ্যালেঞ্জ তৈরি করল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button