ছত্তিসগড়ের রায়পুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘চতুর বানিয়া’ বলে ব্যাখ্যা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দেশকে কংগ্রেসমুক্ত করার কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেস আসলে এক ব্রিটিশ ব্যক্তির তৈরি ক্লাব। পরে সেটি স্বাধীনতা বিপ্লবের একটি সংগঠনে পরিণত হয়। এর কোনও নীতি বা ভাবধারা ছিলনা। নানা চিন্তাধারার মানুষ কংগ্রেসে যোগ দিয়েছিলেন স্বাধীনতার স্বার্থে। স্বাধীনতার লক্ষ্যে একটি বিশেষ যান হিসাবেই কংগ্রেসকে ব্যবহার করা হয়েছিল। গান্ধীজী ‘চতুর বানিয়া’ ছিলেন। তাঁর দূরদৃষ্টি ছিল। তিনি জানতেন কী হতে চলেছে। তাই স্বাধীনতার পরই তিনি কংগ্রেসকে ভেঙে দিতে চেয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধী সে সময়ে পারেননি। এখন বেশ কয়েকজন সেই কাজ সম্পূর্ণ করছেন।
বর্তমান কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, সবাই জানেন সনিয়া গান্ধীর পর কংগ্রেস প্রেসিডেন্ট হবেন রাহুল গান্ধী। কারণ এটা রাজবংশ। কিন্তু তাঁর পরে কে বিজেপির প্রেসিডেন্ট হবেন তা কারও জানা নেই। এদিকে মহাত্মা গান্ধীকে ‘চতুর বানিয়া’ বলে ব্যাখ্যা করার বিরুদ্ধে সোচ্চার হয়েছে কংগ্রেস। তাদের দাবি, অমিত শাহ এভাবে দেশের স্বাধীনতা বিপ্লবকেই অপমান করলেন। অমিত শাহর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটে মুখ্যমন্ত্রীর দাবি, নিজের কথা ফিরিয়ে অমিত শাহর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।