যদি দুর্নীতির প্রতিযোগিতা হয় তবে এক নম্বর স্থানে থাকবে কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার। বিজেপি সভাপতি অমিত শাহের এমন এক সেমসাইড! স্তম্ভিত সকলে। যে সাংবাদিক বৈঠকে তিনি একথা বললেন সেখানে তাঁর ঠিক পাশেই তখন বসে আছেন স্বয়ং বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। অমিত শাহের এই বক্তব্যের পর তাঁর পাশে বসে থাকা বিজেপি নেতার সঙ্গে তিনিও অন্যদিক থেকে চাপা গলায় ভুল শুধরে দেন পার্টি প্রেসিডেন্টের। এরপর অমিত শাহ নিজেকে শুধরে নিয়ে বলেন সিদ্দারামাইয়া সরকারই কর্ণাটকের দুর্নীতিগ্রস্ত সরকার। কিন্তু একবার যে তির তুনির থেকে বেরিয়ে গেছে তা ততক্ষণে বিরোধী শিবিরে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে।
রাহুল গান্ধী সহ কংগ্রেসের অনেক নেতাই ট্যুইট করে অমিত শাহের বক্তব্যকে সমর্থন জানান। ইয়েদুরাপ্পা সরকারকে দুর্নীতিগ্রস্ত বলার জন্য অমিত শাহকে ধন্যবাদও জানান তাঁরা। একইভাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এদিন প্রতিক্রিয়ায় বলেন অবশেষে অমিত শাহ সত্যিটা মেনে নিলেন।