এক নায়িকার সঙ্গে অভিনয়ের সুযোগ না পাওয়ার কষ্ট ভুলতে পারেননি অমিতাভ বচ্চন
৮২ বছর বয়সে এসেও তাঁর আক্ষেপটা রয়েই গেছে। একজন নায়িকার সঙ্গে অভিনয় করার সুযোগ না পাওয়ার দুঃখটা আজও ভুলতে পারেননি অমিতাভ বচ্চন।
তাঁর সুদীর্ঘ সিনেমা জীবনে বিভিন্ন প্রজন্মের নায়িকার সঙ্গেই অভিনয় করতে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এমন হয়তো হাতেগোনা নায়িকা রয়েছেন যাঁদের সঙ্গে অমিতাভ বচ্চন পর্দা ভাগ করে নেননি।
তবে এমন এক অভিনেত্রী রয়েছেন যাঁর সঙ্গে অমিতাভ বচ্চনকে কোনও সিনেমায় দেখতে পাওয়া যায়নি। সেই অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের সুযোগ না পাওয়ার কষ্টটা আজও অমিতাভ বচ্চনকে নাড়া দেয়।
৮২ বছর বয়সে পৌঁছেও সে আক্ষেপ ভুলতে পারেননি ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি। আক্ষেপ এতটাই যে তা তিনি চেপে রাখতে পারেননি। বরং সকলের সামনেই অভিনেত্রীর নাম জানিয়েছেন। এও জানিয়েছেন কেন তাঁর এই আক্ষেপ।
একটি টিভি অনুষ্ঠানে বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের সঙ্গে কথা বলার সময় অমিতাভ জানান, ১৯৬২ সালের সাহেব বিবি গোলাম সিনেমায় একটি গান ছিল, ‘না যাও সাঁইয়া’। সেই গানে মীনা কুমারীর অভিনয় তাঁকে মুগ্ধ করেছিল।
ওই গানটা দেখার পর থেকেই তাঁর ইচ্ছা ছিল এমন এক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে পারার সুযোগ পাওয়ার। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি।
অমিতাভ বচ্চন কখনও কোনও সিনেমায় মীনা কুমারীর সঙ্গে অভিনয় করার সুযোগ পাননি। অমিতাভ আরও এক নায়িকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। জানান, তাঁর দেখা অন্যতম ভাল অভিনেত্রী ওয়াহিদা রহমান। একাধারে অভিনয়কে ফুটিয়ে তোলা এবং তাতে আবেগের সঠিক মিশ্রণ, ওয়াহিদা রহমান ছিলেন সিদ্ধহস্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা