অভিষেক ও ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই রেগে আগুন অমিতাভ বচ্চন
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিবাহবিচ্ছেদ কি হচ্ছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সংবাদমাধ্যম থেকে মানুষের মুখে মুখে। এরমধ্যেই রেগে আগুন হলেন অমিতাভ বচ্চন।
এ পৃথিবীতে বোকা এবং জড়বুদ্ধি সম্পন্ন মানুষের অভাব নেই যারা নিজেদের ভুল কাজকে ঢাকতে অন্যের সম্বন্ধে লিখতে থাকে। এই অর্ধ বুদ্ধিসম্পন্ন মানুষরা যে জিনিসের কোনও প্রয়োজন নেই, সেসব কথা নিজেদের মনগড়া করে লিখতে থাকে।
যা লিখে আদপে তারা নিজেদের নির্বুদ্ধিতা ঢাকারই চেষ্টা করে। যারা প্রতিটি কথার মানে খোঁজার চেষ্টা করে তারা আসলে নিজেদের দুর্ভাগ্যকে লুকোতে চায়। এভাবেই একের পর এক ক্রোধ মিশ্রিত ও ক্ষুরধার শব্দে ব্লগ লিখলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। যা ইতিমধ্যেই মানুষের নজর কেড়েছে।
কিন্তু কেন এত রেগে গেলেন অমিতাভ বচ্চন? মনে করা হচ্ছে তাঁর ছেলে অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বর্য রাইয়ের বিবাহবিচ্ছেদ নিয়ে যে জল্পনা ও লেখালিখি চলছে তাতেই ক্ষুব্ধ বিগ বি।
অভিষেক ও ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদ কি হচ্ছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে টিনসেল টাউন থেকে সাধারণ মানুষের মুখে মুখে। সংবাদমাধ্যমগুলিও একের পর এক এই নিয়ে লেখালিখি শুরু করেছে। তারপরই অমিতাভ বচ্চনের এই পোস্ট।
এই নিয়ে ২ বার এতটা রেগে গেলেন তিনি। এর আগে এক্স হ্যান্ডলে তিনি একটিই শব্দ লেখেন। লেখেন চুপ। অর্থাৎ সকলকে চুপ করার কথা বলেন।
যদিও সেবার তিনি কাকে কেন চুপ করতে বলছেন তা বোঝা যায়নি। তারপর গত রবিবার তিনি পেন ধরলেন। দীর্ঘ লেখনীতে ক্ষোভ উগরে দিলেন তাঁর ব্লগে।