ওএমআর শিট নিয়ে ব্যথিত অমিতাভ বচ্চন
ছেলে অভিষেক বচ্চন তাঁকে একটি বিশেষ উপহার দিয়েছেন। যা পেয়ে কার্যত আত্মহারা অমিতাভ বচ্চন। নিজের খুশি চেপে রাখেননি তিনি। উপহারটা কি তাও জানিয়েছেন সকলকে।

ছেলের দেওয়া যে কোনও উপহারই বাবার কাছে আনন্দের হয়। কি দিচ্ছে সেটা নয়, ছেলে দিচ্ছে এখানেই পিতৃমন খুশিতে ভরে ওঠে। তবে অমিতাভ বচ্চনের ক্ষেত্রে উপহারটা আলাদা করে ছুঁয়ে গেছে তাঁকে।
ছেলে অভিষেক বচ্চন তাঁকে একটি উপহার দিয়েছেন। অর্থের প্রাচুর্যে খামতি নেই বচ্চন পরিবারে। কিন্তু সেখানেও কিছু ছোট ছোট মুহুর্ত, উপহার, বাবা ও ছেলের মধ্যে সম্পর্ককে আনন্দ দেয়। মন ভাল করে।
অমিতাভ বচ্চন তাই ছেলে অভিষেকের দেওয়া উপহারে বেজায় খুশি। ছেলে দিয়েছেন এটা তো আনন্দেরই, সেই সঙ্গে উপহারটি একটি পেন। এই পেন বা কলম বস্তুটি অমিতাভ বচ্চনের বিশেষ প্রিয়। তিনি এই বয়সেও সময় পেলে কাগজ কলম নিয়ে বসে পড়েন কিছু লিখতে। কোনও কম্পিউটারে টাইপ করতে নয়।
সেই পেন অভিষেক হাতে তুলে দিয়েছেন। বাবাকে উপহার দিয়েছেন। সেকথা সকলকে আনন্দঘন হৃদয়ে জানিয়েছেন অমিতাভ। সেই সঙ্গে জানিয়েছেন দোকানের তাক থেকে অভিষেক যে পেনটি তাঁর বাবাকে উপহার দেওয়ার জন্য তুলে নেন সেই পেনের একটি বিশেষত্ব রয়েছে। যে সংস্থা পেনটি তৈরি করেছে তারা বাঁহাতিদের জন্য আলাদা নিব এবং ডান হাতিদের জন্য আলাদা নিব তৈরি করে।
অমিতাভ বচ্চনের মতে আধুনিক প্রজন্ম ক্রমশ লিখতে ভুলে যাচ্ছে। কাগজ ও কলমের সঙ্গতের লেখা নয়, এখন ওএমআর শিটে ফুটকি দেওয়াই যথেষ্ট হয়ে গেছে।
ক্রমশ হারিয়ে যাচ্ছে হাতে লেখার অভ্যাস। ক্রমে শেষ হতে বসেছে কাগজের ওপর কলমের নিব দিয়ে লেখার আনন্দ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা