Entertainment

বচ্চন পদবির কোনও ধর্ম নেই, জানিয়ে দিলেন অমিতাভ

তাঁর কোনও ধর্ম নেই। তিনি কেবলমাত্র একজন ভারতীয়। এমনই জানালেন ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী অমিতাভ বচ্চন। কেন তিনি এমনটা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন বিগ বি। তিনি জানিয়েছেন, তাঁর পদবি বচ্চন। যার কোনও ধর্ম নেই। আসলে কোনও ধর্মে এমন পদবি নেই। তাঁদের আসল পদবি শ্রীবাস্তব। কিন্তু তাঁর পিতা ধর্ম বিশ্বাস করতেন না। তাই তিনি বচ্চন ব্যবহার করতেন। তারপর তাই তাঁদের আসল পদবি কখনও ব্যবহারই হয়নি।

অমিতাভ বচ্চন বলেন, তিনি যখন খুব ছোট তখন তাঁর বাবা তাঁকে কিন্ডারগার্ডেন স্কুলে ভর্তি করতে নিয়ে যান। সেখানে তাঁর পদবি জানতে চাওয়া হয়। তখন তাঁর বাবা জানান অমিতাভ বচ্চন। এরপর যখনই আদমশুমারির জন্য লোকজন এসেছেন। তাঁকে তাঁর ধর্ম কী জিজ্ঞাসা করেছেন তখন প্রতিবারই অমিতাভ বচ্চন উত্তর দিয়েছেন তিনি কোনও ধর্মের মানুষ নন। তিনি কেবল একজন ভারতীয়।


অমিতাভ বচ্চন তাঁর পরিবারের রীতিনীতি নিয়েও জানান। তিনি জানান, তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন হোলির সময় বড় ও সম্মানীয়দের সম্মান জানাতে রঙ পায়ে দিয়ে প্রণাম করার রীতিতে বিশ্বাসী ছিলেন। সেটাই তিনি বহন করে নিয়ে যান। তাঁদেরও শেখান। অমিতাভ বচ্চন বলেন তাঁর একথা বলতে এতটুকু লজ্জা নেই যে তাঁর বাবা তাঁদের বাড়িতে হোলি শুরুর আগে যিনি বাথরুম পরিস্কার করতেন তাঁর পায়েও রং দিয়ে প্রণাম করতেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button