গোটা দেশ যখন লকডাউন মেনে করোনা থেকে দূরে থাকতে গৃহবন্দি তখন কিছু মানুষ জীবন তুচ্ছ করে করোনা সংক্রমিতদের সুস্থ করে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই চিকিৎসকদের কয়েকজন একাজ করতে গিয়ে করোনায় কাবুও হয়েছেন। তবু সারা দেশজুড়ে চিকিৎসকেরা লড়াই চালিয়ে যাচ্ছেন। যাকে কুর্নিশ জানাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী থেকে গোটা দেশ। গোটা বিশ্বজুড়েই চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ সকলেই এই লড়াইটা চালাচ্ছেন। তাঁদের জন্য এবার নিজের সিনেমার একটি বিখ্যাত গান উৎসর্গ করলেন কিংবদন্তি অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চন অভিনীত কুলি সিনেমায় তাঁর লিপ-এ একটি গান সে সময় আলোড়ন ফেলেছিল। ‘সারি দুনিয়া কা বোঝ হাম উঠাতে হ্যায়’। বর্তমানে চিকিৎসক, নার্সরা সেই কাজটাই করছেন। নিজেদের জীবনকে তুচ্ছ করে। তাই এই গানটিকে তিনি উৎসর্গ করেছেন তামাম চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য। সোশ্যাল সাইটে অমিতাভ বচ্চনের এই পোস্ট যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
এক ব্যক্তি অমিতাভ বচ্চনের পোস্টের তলায় লিখেছেন, একদম সত্যি কথা। তিনি জানিয়েছেন তাঁর পুত্র ও পুত্রবধূ, ২ জনেই চিকিৎসক। অন্য একজন আবার অমিতাভ বচ্চনকে লিখেছেন, শুধু চিকিৎসকই নন, ভুলে গেলে চলবে না পুলিশ ও সাফাইকর্মীরাও এই সময়ে এভাবেই লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের অবদানও কারও ভুলে গেলে চলবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা