শোওয়ার ঘরে বাদুড়, অমিতাভের পোস্টে সমালোচনার ঝড়
তাঁর শোওয়ার ঘরে বাদুড় ঢুকেছিল। সেকথা সোশ্যাল সাইটে জানিয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু তাঁর একটি বক্তব্য ফের তাঁকে সমালোচনার মুখে ফেলল।
কিংবদন্তী বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন যে সোশ্যাল সাইটে অ্যাকটিভ তা সকলের জানা। লকডাউনের মধ্যে তাঁর কয়েকটি পোস্ট সমালোচনার মুখেও পড়ে। ফের একটি পড়ল। অমিতাভ বচ্চন একটি পোস্ট করে জানিয়েছেন যে তাঁর বাড়ি জলসা-র ৩ তলায় তিনি নিজের ঘরে ছিলেন। সেটাই তাঁর ঘর। আর সেই ঘরেই একটি বাদুড় ঢুকে পড়ে। ব্যঙ্গ করে এটিকে ব্রেকিং নিউজ বলে ব্যাখ্যা করেন তিনি। সেইসঙ্গে লেখেন করোনা কিছুতেই পিছু ছাড়ছে না।
করোনা ছড়ানোর কারণ হিসাবে অনেক জায়গায় বাদুড়কে দায়ী করা হয়েছে। চিনে করোনা ছড়িয়েছে বাদুড় থেকে বলেও অনেক জায়গায় রটেছে। যদিও এটা এখনও পরিস্কার নয় যে বাদুড় থেকেই চিনে করোনা ছড়িয়েছে। কিন্তু অমিতাভ বচ্চন সেই বাদুড় তত্ত্বকেই খেলার ছলে করোনার কারণ হিসাবে গুরুত্ব দিয়েছেন। আর সেটাই তাঁর এই মজা করে বাদুড় ঘরে ঢোকার কথা জানানোকে বুমেরাং করে দিয়েছে। নেটিজেনরা ফের তোপ দেগেছেন অমিতাভের প্রতি।
অমিতাভ লিখেছেন অতি কষ্টে তাঁর ঘরে ঢুকে পড়া বাদুড়টিকে বার করা সম্ভব হয়েছে। করোনা কিছুতেই পিছু ছাড়ছে না। নেটিজেনদের একজন তাতে লিখেছেন, এটা দেখে তাঁর খারাপ লাগছে। কারণ বাদুড় ক্ষতিকারক নয়। তাই তাকে ভয় পাওয়ারও কিছু নেই। তাঁর দাবি, এটা বুঝতে হবে যে বাদুড় কোনও ভাইরাসকে মানুষের দেহে ছড়ায় কিনা তা এখনও তর্ক সাপেক্ষ। অন্যজন যা লিখেছেন তার মানে দাঁড়াচ্ছে যে অনেক বয়স্ক মানুষ এখন শুধু হোয়াটসঅ্যাপে সীমাবদ্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা