বচ্চন পরিবারের ৩টি বাংলোয় ঢুকল ২৪ জনের দল
অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে। এরমধ্যেই তাঁদের ৩টি বাংলোয় ঢুকল ২৪ জনের দল।
মুম্বই : কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন করোনা আক্রান্ত হয়ে গত শনিবার রাতেই ভর্তি হন মুম্বইয়ের একটি হাসপাতালে। আপাতত সেখানেই রয়েছেন তাঁরা। তাঁদের ৩টি বাংলোই এখন কন্টেনমেন্ট জোন। পরিবারের বাকি সদস্যরা হোম আইসোলেশনে। এই অবস্থায় সময় নষ্ট না করে বচ্চন পরিবারের ৩টি বাংলোতে হল স্যানিটাইজেশনের কাজ।
অমিতাভ বচ্চনের ৩টি বাংলো রয়েছে মুম্বইয়ের পশ এলাকা হিসাবে খ্যাত জুহু-ভিলে পার্লে-তে। খুব বেশি হলে ২ কিলোমিটারের মধ্যেই রয়েছে ৩টি সুবিশাল বাংলো। জলসা, প্রতীক্ষা ও জনক – এই ৩টি বাংলো রয়েছে বচ্চন পরিবারের। এই ৩টি বাংলোতেই এদিন প্রায় ২৪ জনের একটি দল ঢোকে স্যানিটাইজেশনের কাজ করতে। বাংলোর ভিতরে ও বাইরে পুরো চত্বর স্যানিটাইজ করা হয়।
অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন হাসপাতালে ভর্তির পর সকলেই উদগ্রীব হয়ে আছেন এটা জানার জন্য যে ২ জন কেমন আছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপি জানান, ২ জনের অবস্থাই স্থিতিশীল। এদিকে অমিতাভ বচ্চন করোনা সংক্রমিত জানার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা উপচে পড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা