সামনে এল অমিতাভ বচ্চনের ২৬ জন কর্মচারির করোনা রিপোর্ট
বচ্চন পরিবারের ৪ সদস্যই করোনা আক্রান্ত। একমাত্র করোনা নেই জয়া বচ্চনের। এদিকে তাঁদের বাংলোর ২৬ জন কর্মচারিরও করোনা পরীক্ষা করা হয়েছিল।
মুম্বই : কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সহ তাঁর পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য ও নাতনি আরাধ্যা করোনা আক্রান্ত। শনিবার অমিতাভ যখন হাসপাতালে ভর্তি হন তখনই তিনি নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়ে অনুরোধ করেছিলেন গত ১০ দিনে তাঁর সংস্পর্শে যাঁরাই এসেছিলেন তাঁরা যেন নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। এদিকে গত রবিবারই অমিতাভ বচ্চনের ৩টি বাংলোতে স্যানিটাইজেশনের কাজ হয়েছে। অমিতাভ নিজে যে বাংলোয় থাকতেন সেই জলসা-য় রয়েছেন ২৬ জন কর্মচারি। রবিবার তাঁদের লালারস পরীক্ষার জন্য নেওয়া হয়।
২৬ জন কর্মচারিরই পরীক্ষার ফল সামনে এসেছে। এই ২৬ জন যেহেতু ওই বাংলোতেই কর্মরত ছিলেন তাই তাঁরা যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। আশার কথা যে এঁরা সকলেই নেগেটিভ এসেছেন। অর্থাৎ করোনা নেই। এদিকে দেখা গেছে প্রায় ৫৪ জন বচ্চন পরিবারের সংস্পর্শে শেষ কদিনে এসেছিলেন। এঁদের মধ্যে ২৮ জনকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গত রবিবার অমিতাভ বচ্চনের ৩টি বাংলোতেই স্যানিটাইজেশনের কাজ হয়। স্যানিটাইজ করে মুম্বই পুরসভা। এদিকে অমিতাভ বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন ও নাতনি আরাধ্যা অভিষেক বচ্চন বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা