রিপোর্ট নেগেটিভ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন
অবশেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। টানা প্রায় ২৩ দিন হাসপাতালে থাকার পর অবশেষে তাঁর করোনা নেগেটিভ ধরা পড়ল।
মুম্বই : গত ১১ জুলাই গোটা দেশ রাতের দিকে চমকে ওঠে। অমিতাভ বচ্চন করোনা পজিটিভ। হাসপাতালে ভর্তি। খবরটায় রীতিমত হৈচৈ পড়ে যায়। রাতেই তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তার ঠিক এক ঘণ্টা পর ফের একটা খবর। অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনও করোনা পজিটিভ এবং হাসপাতালে ভর্তি। তিনিও ভর্তি হন নানাবতীতেই। তারপর ঐশ্বর্য রাই ও মেয়ে আরাধ্যাও করোনা পজিটিভ হন। তাঁদের কিছুদিন বাড়িতেই আইসোলেশনে রেখে পরে হাসপাতালে পাঠানো হয়। ফলে বচ্চন পরিবারের ৪ জনই তারপর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
গত ২৭ জুলাই করোনা নেগেটিভ ধরা পড়ে ঐশ্বর্য রাই ও আরাধ্যা অভিষেক বচ্চনের। ফলে তাঁদের হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁদের বাড়ি ফেরার খবরে অমিতাভ হাসপাতাল থেকেই জানান খুশিতে তাঁর চোখে জল এসে গেছে। এরপর অপেক্ষা ছিল অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন কবে হাসপাতাল থেকে ছাড়া পান। অবশেষে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ। বাবা যে ছাড়া পেয়েছেন সে খবর নিশ্চিত করেন অভিষেক বচ্চন। জানান তাঁর বাবা করোনা নেগেটিভ হয়েছেন। ফলে তিনি ছাড়া পেয়েছেন। বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।
অমিতাভ বচ্চন হাসপাতাল থেকে ছাড়া পেলেও অভিষেক বচ্চন এখনও হাসপাতালেই রয়েছেন। অভিষেক নিজেই জানিয়েছেন, তিনি এখনও হাসপাতালেই। তাঁর কিছু কোমর্বিডিটি থাকায় তাঁকে থাকতে হচ্ছে। তিনি এখনও করোনা পজিটিভ রয়েছেন। তবে তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে অভিষেক জানিয়েছেন, তিনি করোনাকে হারাবেনই এবং সুস্থ শরীরে বাড়ি ফিরবেন। অনুরাগীদের আশ্বাস দিয়েছেন তিনি।
বচ্চন পরিবারের ৪ সদস্য অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা অভিষেক বচ্চন করোনা পজিটিভ হলেও পরিবারের ১ জন করোনা নেগেটিভ ছিলেন। তিনি জয়া বচ্চন। এখন অবশ্য পরিবারের ৪ জন নেগেটিভ। ১ জনই পজিটিভ। অভিষেক বচ্চন সুস্থ হয়ে বাড়ি ফিরলে বচ্চন পরিবার ফের আগের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা