সোশ্যাল সাইটে যে কোনও পোস্টের আগে এই কাজটি অবশ্যই করেন অমিতাভ বচ্চন
সোশ্যাল সাইটে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন যথেষ্ট অ্যাকটিভ থাকেন। তবে তিনি যে কোনও পোস্টের আগে একটি কাজ করতে কখনও ভোলেন না।
সোশ্যাল সাইটে যথেষ্ট অ্যাকটিভ অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি ১৪-তে একটি কথা সকলের সামনে ফাঁস করলেন। এটা তিনি আগে বলেননি।
তবে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় অমিতাভ তাঁর নিজের সম্বন্ধে কথাটা বলেই ফেললেন। তিনি জানিয়েছেন, সোশ্যাল সাইটে কোনও একটি পোস্টের আগে তিনি কি করেন। যেটা তিনি অন্যদেরও করতে পরামর্শ দিয়েছেন।
অমিতাভ বচ্চনের মতে, সোশ্যাল সাইটে কোনও পোস্ট খুব দ্রুত হাতে হাতে পৌঁছে যায়। ফোনের দিকে নজর থাকে বহু মানুষের। তাঁরা কোনও নতুন পোস্ট হলেই পড়ে ফেলেন বা দেখে ফেলেন।
যদি সেখানে কোনও ভুল থাকে, পাঠকরা অতিদ্রুত তা ধরে ফেলেন। আর সেজন্য যিনি ভুল পোস্ট করেছেন তাঁর সমালোচনা করতে ছাড়েন না।
প্রসঙ্গত অমিতাভ বচ্চনকেও তাঁর একাধিক পোস্টের জন্য সমালোচনার শিকার হতে হয়েছে। তাই বিগ বি-র পরামর্শ আঙুলের একটা ছোঁয়ায় একটা পোস্ট করার আগে তিনি ভাল করে ভেবে নেন কি পোস্ট করছেন। তা থেকে কোনও সমালোচনা হতে পারে কিনা।
একাধিকবার পোস্টটি পড়ে নেন। যাতে সেখানে সমালোচনার কোনও সুযোগ না থাকে। বাকিদেরও সেটাই করতে পরামর্শ দিয়েছেন অমিতাভ।
অমিতাভ বচ্চনের কথায় একটা কোনও পোস্ট করার আগে অবশ্যই ভাল করে যাচাই করে নেওয়া উচিত যে তাতে কোনও ভুল থেকে যাচ্ছে কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা