৮০-তে আসিলেন অমিতাভ, প্রভাব পড়ল সিনেমার টিকিটের দামে
৮০ বছর বয়স হল অমিতাভ বচ্চনের। আশিতে আসিতেই হল তাঁকে। এটা আবার এক বড় উৎসবও। ৮০-র কোঠায় তাঁর প্রবেশ আবার প্রভাব ফেলল সিনেমার টিকিটের দামে।
আশিতে আসিও না হল না। অবশেষে সেখানে পৌঁছেই গেলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। ৮০ বছরের এই যুবকের কাজে কিন্তু এখনও খামতি নেই। পূর্ণ উদ্যমে তিনি বিজ্ঞাপন থেকে সিনেমা, টিভি শো সবই সামলে চলেছেন।
ভারতীয় সিনেমা জগতের এই কিংবদন্তি প্রবাদপ্রতিম মানুষটিকে নিয়ে নানা উৎসবের আয়োজন হয়েছে। তাঁর এই ৮০ বছরে পদার্পণ দারুণভাবে পালনের সব ব্যবস্থাও হয়েছে।
মঙ্গলবার দিনটা কেবল তাঁর হয়েই থাকতে চলেছে। এদিকে অমিতাভ বচ্চনের এই ৮০-তে পা প্রভাব ফেলল সিনেমার টিকিটের দামেও।
গত ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের সিনেমা ‘গুডবাই’। মানুষকে ছুঁয়ে যাওয়ার মত এই সিনেমা ইতিমধ্যেই হলগুলিতে চুটিয়ে চলছে। এই সিনেমার প্রযোজনা করেছেন একতা কাপুর।
একতা কাপুরের সংস্থা বালাজি মোশন পিকচার্স এবার অমিতাভ বচ্চনের ৮০ বছর পূর্ণ করাকে পালন করতে চাইছে একটু অন্যভাবে। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়া মারফত জানানো হয়েছে, ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন। দিনটিকে পালন করতে তারা যে কোনও প্রেক্ষাগৃহে গুডবাই সিনেমার টিকিটের দাম ৮০ টাকা করে দিয়েছে।
৮০ টাকা করেই মিলবে টিকিট। যা আগে থেকে বুকও করা যাবে। তবে তা কেবল ১১ অক্টোবর জন্মদিনের দিনটির জন্যই প্রযোজ্য।
এভাবেই অমিতাভ বচ্চনের ৮০ বছরের জন্মদিনকে মনে রাখার মত করে রাখার পথে হাঁটল বালাজি। যাঁরা সিনেমাটি সিনেমা হলে বসে দেখতে চান তাঁদের জন্য এটা একটা বড় সুযোগ। কারণ এত কম মূল্যে টিকিট পাওয়া সহজ কথা নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা