জয়া মাছ খেলেও তিনি মাছ মুখে তোলেন না, কারণ জানালেন অমিতাভ বচ্চন
তাঁর স্ত্রী জয়া বচ্চন মাছ খেতে খুব ভালবাসেন। কিন্তু অমিতাভ বচ্চন জানালেন তিনি মাছ মুখে তোলেন না। কিন্তু কেন? জানালেন সেকথাও।
তাঁর স্ত্রী জয়া বচ্চন মাছ খেতে ভালবাসেন। জয়া বাঙালি পরিবারের মেয়ে। ফলে তাঁর যে মাছ প্রিয় হবে তা বলাই বাহুল্য। অমিতাভ বচ্চনও যে মাছ খেতেন না এমনটা নয়।
বলিউড কিংবদন্তি নিজেই জানিয়েছেন তিনি যুবা বয়সে সবই খেতেন। সে তালিকায় মাছও ছিল। তখন তাঁর মাছে আপত্তিও ছিলনা।
শুধু মাছ বলেই নয়, সব ধরনের আমিষই তাঁর পছন্দের তালিকায় ছিল। কিন্তু এখন জয়া বচ্চনের মাছ পছন্দের তালিকায় থাকলেও অমিতাভ আর মাছ মুখে তোলেন না। কিন্তু কেন? সে উত্তরও নিজেই দিয়েছেন অমিতাভ।
কৌন বনেগা ক্রোড়পতি-র হোস্ট অমিতাভ বচ্চন। তাঁকে এক প্রতিযোগী মাছ খাওয়া নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে ৮০ বছরের অমিতাভ বচ্চন জানান, তিনি যুবা বয়সে মাছ খেলেও এখন আর খান না। এখন তিনি কোনও আমিষ খাবারই খান না।
সেইসঙ্গে ছেড়ে দিয়েছেন মিষ্টি খাওয়া। ভাত খাওয়া। এমনকি পছন্দের অন্য অনেক খাবারই অমিতাভ খাদ্যতালিকা থেকে বাদ করে দিয়েছেন।
সকালে উঠে প্রোটিন ড্রিংকস পান করেন। সঙ্গে কিছু তুলসী পাতা। এছাড়াও থাকে বেশ কয়েকটি বিশেষ খাবার। তবে মাছ, মাংস, ডিম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। আর তার কারণ বয়স।
বয়স বাড়ার কারণে তিনি এখন আর আমিষ খান না বলেই জানিয়েছেন অমিতাভ। তাঁর সারাদিনের খাওয়াদাওয়া যে একদম মাপা কিছু খাবার তা পরিস্কার করে দিয়েছেন বিগ বি।