শাহেনশাহ সিনেমার সেই ধাতব জ্যাকেট কাকে উপহার দিলেন অমিতাভ বচ্চন
শাহেনশাহ অমিতাভ বচ্চনের জীবনের এক অন্যতম সেরা সিনেমা। সেই সিনেমায় তিনি যে ধাতুর জ্যাকেট পরে দুষ্ট দমনে বার হতেন, সেই জ্যাকেটটি এতদিন পর অমিতাভ দিয়ে দিলেন।
শাহেনশাহ সিনেমায় অমিতাভ বচ্চনকে ২টি চরিত্রে দেখতে পাওয়া যায়। সকালে তিনি বিজয় কুমার শ্রীবাস্তব নামে এক দুর্নীতিপরায়ণ পুলিশ আধিকারিক। যিনি ঘুষ নেওয়ায় সিদ্ধহস্ত। আর রাতে তিনিই বদলে যেতেন শাহেনশাহ-তে।
শাহেনশাহ-র ভূমিকায় অমিতাভ রাতে বার হতেন দুষ্টের দমন করতে। পরনে থাকত এক বিশেষ ধরনের কালো জ্যাকেট। যার ডান হাতাটি ধাতুতে মোড়া। সেটা দিয়ে যে কোনও আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতেন শাহেনশাহ।
সব মিলিয়ে টানটান সেই সিনেমা সুপারহিট হয়। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় যেটা সকলের নজর কেড়েছিল তা হল শাহেনশাহ হিসাবে সামনে আসা অমিতাভের পরনের সেই জ্যাকেট। সেই স্মরণীয় জ্যাকেটটি এতদিন পর অমিতাভ বচ্চন উপহার হিসাবে তুলে দিলেন। সকলের প্রশ্ন কাকে দিলেন জ্যাকেটটা?
অমিতাভ জানিয়েছেন তিনি তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে জ্যাকেটটি উপহার দিয়েছেন। যিনি দুবাইতে থাকেন। সেই বন্ধু ট্যুইট করে অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়ে জানান, তাঁর কাছে এই উপহার অনেক বড় পাওনা।
সেই ট্যুইটের উত্তরে অমিতাভ লেখেন, তিনি যে ওই উপহারটি গ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ। কখনও দেখা হলে তিনি কীভাবে ওই জ্যাকেটটি উদ্ধার করেন সেই গল্প তাঁর বন্ধুকে বলবেনও জানান বলিউড কিংবদন্তী।
প্রসঙ্গত অমিতাভ বচ্চনকে ফের পর্দায় দেখা যাবে ‘প্রোজেক্ট কে’ নামে সিনেমায়। যে সিনেমার শ্যুটিং করতে গিয়ে হায়দরাবাদে আঘাত পান অমিতাভ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা