নারীর অন্তর্বাস নিয়ে করা ট্যুইট অমিতাভ বচ্চনের আজও পিছু ছাড়ে না
অমিতাভ বচ্চন যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ একজন মানুষ তা সকলের জানা। তাঁর এক অনেক পুরনো ট্যুইট নতুন করে সামনে আসতে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবার কড়া সমালোচনার মুখে পড়লেন। যদিও এই সমালোচনার জন্য দায়ী তাঁর বর্তমান বা সাম্প্রতিক কোনও কাজ নয়। বরং ২০১০ সালে করা একটি ট্যুইট একটি সমাজ মাধ্যমে নতুন করে পোস্ট করে বিষয়টি উস্কে দিয়েছেন এক ব্যক্তি।
আর তা সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। ২০১০ সালে করা একটি ট্যুইট ঘিরে অমিতাভ বচ্চন এই আশির ওপর বয়সে কড়া কথা শুনছেন নেটিজেনদের কাছে।
বিষয়টি ২০১০ সালের ১২ জুন করা একটি ট্যুইট। সেই ট্যুইটে অমিতাভ বচ্চন একটি প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন নারীর অন্তর্বাসের ক্ষেত্রে ইংরাজিতে ব্রা একবচন বচন হিসাবে লেখা হয় আর প্যান্টির ক্ষেত্রে সর্বদা লেখা হয় প্যান্টিস। প্যান্টিস-এর ক্ষেত্রে তা বহুবচনে কেন লেখা হয় এটাই ছিল জিজ্ঞাসা। যা দেখার পর সে সময়ও সমালোচনার ঝড় ওঠে।
তারপর এতদিন পর সেই পুরনো ট্যুইট সামনে আসায় ফের সমালোচনার মুখে পড়েছেন অমিতাভ। কেউ লিখেছেন এই প্রশ্নটা তিনি যেন কৌন বনেগা ক্রোড়পতি-তে করেন।
কেউ লিখেছেন অমিতাভ বচ্চনের মত এমন এক বড় মাপের মানুষের কাছে এমনটা আশা করা যায়না। কেউ লিখেছেন এই মানুষটাই কিনা অনেকগুলি সরকারি প্রকল্পেরও মুখ।
১৩ বছর পুরনো একটি ট্যুইট কিন্তু আজও পিছু ছাড়ল না অমিতাভ বচ্চনের। এখনও তা তাঁকে সমালোচনার মুখে অপ্রস্তুত করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা