সেনসাস ফর্মে জাতির জায়গায় তিনি কি লেখেন প্রকাশ করলেন অমিতাভ বচ্চন
সেনসাস হোক বা অন্য কোনও ফর্ম। সেখানে জাতির জায়গায় সংশ্লিষ্ট ব্যক্তি কোন জাতির অন্তর্গত তা লিখতে হয়। সেখানে কিন্তু জাতি লেখেন না অমিতাভ বচ্চন।
সেনসাস ফর্মে জাতি বা কাস্ট নামে একটি বিভাগ থাকে। যা পূরণ করতে হয়। সেখানে অমিতাভ বচ্চন তাঁর কাস্ট লেখেননি। নিজেই সেকথা জানালেন। কি লিখেছিলেন তা জানালেন একটি বিশেষ প্রসঙ্গে। একটি টিভি শোতে এক মহিলা প্রতিযোগী এসেছিলেন। প্রশ্ন পর্বের সামনে পড়ার আগে বলিউড কিংবদন্তি জানতে চান ওই মহিলা কেবল নিজের নাম মধুরিমা লেখেন কেন? তাঁর পদবি কি?
উত্তরে ওই মহিলা জানান, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। পেশায় একজন সরকারি আধিকারিক। জন্মসূত্রে তাঁর পদবি যাই হোক তা তিনি নামের সঙ্গে ব্যবহার করতেন না। ঠিক করেছিলেন বিয়ে হলে তখন স্বামীর পদবি দরকার পড়লে ব্যবহার করবেন।
বিয়ের পর তাঁর স্বামী তাঁর কাছে জানতে চান তিনি কোন পদবি ব্যবহার করতে চান। ওই মহিলা তাঁকে জানান তিনি কোনও পদবিই ব্যবহার করতে চান না। তাতে তাঁর স্বামী কিছু মনে করেননি। তাই তিনি নামে কেবল মধুরিমাই ব্যবহার করেন। তাঁর কোনও পদবি নেই।
এটা শোনার পর অমিতাভ বচ্চন তাঁকে জানান তিনি এক নতুন ঐতিহ্য চালু করলেন। যা তারিফযোগ্য। অমিতাভ এও বলেন, তাঁর বাবাও জাতিভেদ পছন্দ করতেননা। আর মানুষের পদবি থেকে তাঁর জাতি বুঝে নেন মানুষ।
তাই গতবার যখন সেনসাস বা জনগণনা চলছিল তখন ফর্মে অমিতাভ জাতির জায়গা ফাঁকা রেখেছিলেন। তাতে তাঁকে বলা হয় ওটা পূরণ করতেই হবে। অমিতাভ সাফ জানিয়ে দেন, তিনি একজন ভারতীয়। তাই ওখানে ইন্ডিয়ান লিখতে হবে। কোনও জাতির নাম তিনি লিখবেন না।
বিগ বি আরও জানান, এবার যদি তাঁকে কেউ এই প্রশ্ন আবার করে তাহলে জাতির জায়গায় তিনি ইন্ডিয়ান তো লিখবেনই, সেই সঙ্গে লিখবেন, আমাদের চন্দ্রযান চাঁদে নেমেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা