মহিলাদের ভুরু প্লাক নিয়ে কষ্টের কথা জানালেন অমিতাভ বচ্চন
মহিলাদের ভুরু প্লাক নিয়ে অমিতাভ বচ্চন যে কথা বলবেন তা অনেকেই হয়তো ভাবতে পারেননি। কিন্তু তা নিয়ে কষ্টের কথা বললেন অমিতাভ।
কিংবদন্তি মেগাস্টার অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি নামে টিভি শোতে কেবল হোস্টই নন, সেখানে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের কথা, নানা বিশ্বাস, ভাবনার কথাও সকলের সঙ্গে ভাগ করে নেন। সেখানেই এবার হট সিটে ছিলেন এক মহিলা প্রশাসনিক আধিকারিক।
অমিতাভ শুরুতেই মজার ছলে ওই মহিলাকে জানান তিনি প্রশাসনিক আধিকারিকদের খুব ভয় পান। কখন কোন নতুন আইন দেখিয়ে তাঁকে হাজতবাসে পাঠান কে জানে! ওই আধিকারিককে অমিতাভ জিজ্ঞাসাও করেন তাঁকে তিনি আবার হাজতবাসে পাঠাবেন না তো!
এমন সব হালকা কথার পর মহিলাদের ভুরু প্লাক করা নিয়ে একটি প্রশ্ন আসে অনুষ্ঠানে। সেই প্রশ্নের হাত ধরেই অমিতাভ বলেন, ভুরু প্লাক খুবই কষ্টকর। মহিলারা ভুরু প্লাক করতে খুব কষ্ট করেন।
কারণ একটি সুতোকে হাতে পাকিয়ে তারপর সেই সুতো দিয়ে ভুরুর চুল টেনে তুলে ফেলা হয়। অমিতাভ এটাও বলেন, যে তিনি এই পুরো বিষয়টি জানেন। আর ভেবে অবাক হন যে কেন মহিলারা এত কষ্ট করেন!
ওই মহিলা আধিকারিক জানান, নো পেইন, নো গেইন। বাংলায় যার মানে করলে দাঁড়ায় কষ্ট না করলে কেষ্ট মেলেনা। অমিতাভ এবার সরাসরি ওই মহিলাকে প্রশ্ন করেন তিনি ওই কষ্টটা করে কি পেয়েছেন?
মহিলা চট করে উত্তর দেন, তিনি অমিতাভ বচ্চনের কাছ থেকে তাঁর ভুরুর তারিফ শুনতে পেলেন। অমিতাভ এবার ওই মহিলাকে বলেন, তিনি প্রশাসনিক আধিকারিক হওয়ারই যোগ্য। কারণ তিনি জানেন কোন পরিস্থিতিতে কি উত্তর দিতে হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা