প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আরও সবুজ হবে পৃথিবী, কেন বললেন অমিতাভ বচ্চন
একটি কুইজ ধর্মী অনুষ্ঠানের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পৃথিবীকে আরও সবুজ কীভাবে করে তুলতে পারবে সেটাই এবার পরিস্কার করে দিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন।
একটি কুইজ ধর্মী অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতি। এই অনুষ্ঠান আর অমিতাভ বচ্চনের নাম কোথায় যেন এক হয়ে গেছে। যেমনটা বাংলায় দাদাগিরি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামের সঙ্গে ঘটেছে। এই অনুষ্ঠানে অমিতাভ নানা প্রশ্ন উত্তরের পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে গল্প করেন। নিজের কথা বলেন। অনেক অভিজ্ঞতা ভাগ করে নেন।
যা অনুষ্ঠানটিকে কেবল একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও মনোগ্রাহী করে তুলেছে। এবার সেখানেই অমিতাভ বচ্চন ঘোষণা করলেন এক আপাত সঙ্গতিহীন ২টি বিষয়।
একটি প্রশ্নের সঠিক উত্তর এবং অন্যটি পৃথিবী আরও সবুজ হয়ে ওঠা। এই ২টির কি মিল থাকতে পারে তাও পরিস্কার করেছেন তিনি।
অমিতাভ বচ্চন জানিয়েছেন এই অনুষ্ঠানের নির্মাতারা স্থির করেছেন প্রতিযোগীদের প্রতিটি সঠিক উত্তরে তাঁরা ১০০টি করে বৃক্ষরোপণ করবেন।
এই অনুষ্ঠানের একটি এপিসোড হরিৎ দিওয়ালী নাম দিয়ে অনুষ্ঠিত হয়। সেখানেই অমিতাভ জানান, প্রতি প্রতিযোগীর একটি করে সঠিক উত্তরে এই অনুষ্ঠানের নির্মাতারা ১০০টি করে গাছ লাগাবেন বলে স্থির হয়েছে। যা এই পৃথিবীকে আরও সবুজ করে তুলবে।
ফলে প্রতিযোগীদের একটি সঠিক উত্তর কেবল তাঁদের ঝুলিতে চেকের অঙ্ক মোটাই করতে থাকবে এমনটা নয়, সঠিক উত্তরের একটি সামাজিক দিকও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
কারণ ওই প্রতিযোগী জানছেন তিনি সঠিক উত্তর দিয়ে কেবল তাঁর পুরস্কারের অঙ্কই বাড়াচ্ছেন না, পৃথিবীকেও আরও সবুজ করে তুলছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা