বাসন মেজেছেন, পরিস্কার করেছেন বেসিন, খোলাখুলি জানালেন অমিতাভ বচ্চন
রান্নাঘরের বাসনপত্রের সঙ্গে অমিতাভ বচ্চনের কি! কিন্তু অমিতাভ সেই বাসনে বহুবার হাত দিয়েছেন। কেন জানালেন মেগাস্টার। বাথরুমের বেসিনেই বা কি করতেন সেটাও জানালেন।
অমিতাভ বচ্চন একজন কিংবদন্তি। তাঁর রান্নাঘরে কি কাজ! সিনেমার শ্যুটিংয়ের প্রয়োজন বাদ দিলে তাঁর তো আর নিজের বাড়িতে রান্নাঘরে যাওয়ার কথা নয়। কিন্তু অমিতাভ জানালেন তিনি রান্নাঘরে অনেকবার গেছেন। সেখানে বাসনপত্রও মেজেছেন। এই বাসন মাজাটা একবার নয়, অনেকবার করেছেন তিনি।
অমিতাভের প্রশ্ন, এমনটা কেন মনে হয় যে তিনি বাড়ির কোনও কাজ করেননা। তিনি রান্নাঘরে বাসনও মাজেন। এমনকি বাথরুমের বেসিনও তিনি অনেকবার সাফ করেছেন বলেও খোলাখুলি জানান অমিতাভ বচ্চন।
রান্নাঘরে বাসন মাজা বা বাথরুমে ঢুকে বেসিন পরিস্কারের জন্য নিশ্চয়ই অমিতাভ বচ্চনের বাড়িতে লোকের অভাব নেই। তা সত্ত্বেও তিনি যে এসব কাজ করে থাকেন সেকথা তাঁর কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় স্পষ্ট জানান অমিতাভ। ওই প্রতিযোগীই প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন।
ওই প্রতিযোগী নিজের পৈতৃক ব্যবসা সামলান। সে ব্যবসা প্লাস্টিক মোনোফিলামেন্ট ইয়ার্ন তৈরির ব্যবসা। এই বিশেষ ধরনের উল বাসন মাজার যে স্ক্র্যাবার হয় তা তৈরি করতে লাগে। সেই থেকেই বাসন মাজার প্রশ্ন আসে।
অমিতাভ এদিন এও জানতে চান যে এমনটা কেন মনে হয় যে তিনি বাড়ির কোনও কাজ করেননা? তবে সাধারণ মানুষের কাছে অমিতাভ বচ্চনের মত মেগাস্টার বাসনও মাজতে পারেন এটা ভেবে নেওয়া কঠিন। তবে এখন যখন অমিতাভ বচ্চন নিজেই সেকথা স্বীকার করলেন তখন তা আর কারও জানতে বাকি রইল না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা